ক) মৎস্য ওচিংড়ি চাষী এবং উদ্যোক্তাদের উন্নত প্রযু্ক্তিভিত্তিক মাছ ওচিংড়ি চাষের পরামর্শ ওপ্রশিক্ষণ প্রদান।
খ) মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষে সমাজ ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা এবং মৎস্য সংরক্ষন আইন বাস্তবায়ন।
গ) মৎস্য ওচিংড়ি চাষ উন্নয়নের লক্ষে প্রকল্পের কারিগতি সহযোগীতা যাচাই ওপ্রকল্প প্রণয়নের সহায়ত প্রদানের মাধ্যমে উদ্যোক্তাওমৎস্য চাষীকে ঋণ প্রাপ্তির সহায়তা প্রদান।
ঘ) উন্নত জাতের পোনা সহ মাছওচিংড়ি চাষের বিভিন্ন উৎপাদন উপকরণ সংগ্রহ ওসরবরাহে সহযোগীতা করা।
ঙ) উপজেলাধীন মৎস্য সম্পদের তথ্য উপাত্ত ওসংগ্রহ এবং উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।
চ) মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত উন্নয়ন প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন।
ছ) মৎস্য মাননিয়ন্ত্রন ব্যবস্থা কার্যকর করার লক্ষে মাছ চিংড়ি চাষ অননুমোদিত দ্রব্যের ব্যবহার বন্ধে চাষীদের উদ্বুদ্ধকরণ এবং সংক্রমনের উৎস সনাক্তকরন ওহ্যাসাপ কার্যক্রম বাস্তবায়ন।
জ) আহরন-উত্তর মাছ ওচিংড়ি অবতরন কেন্দ্র/ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় উদ্বুদ্ধকরণ।
ঝ) জনগণকে উন্নত প্রযুক্তি ব্যবহারে মাছ চাষে উদ্বুদ্ধ করার নিমিত্তে নতুন প্রযুক্তি হাতে-কলমে প্রদর্শনের লক্ষ্যে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের সাহায্যে প্রদর্শনী মৎস্য খামার স্থাপন।
ঞ) মৎস্য ওচিংড়ি চাষ এবং ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সম্প্রসারণ সামগ্রী চাষী/মৎস্যজীবীদের মধ্যে নিতরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস